প্রয়াত কবি শঙ্খ ঘোষ : বাংলা সাহিত‍্যে ইন্দ্রপতন

21st April 2021 12:17 pm কলকাতা
প্রয়াত কবি শঙ্খ ঘোষ : বাংলা সাহিত‍্যে ইন্দ্রপতন


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : দেখ খুলে তোর তিন নয়ন / রাস্তা জুড়ে খড়্গ হাতে / দাঁড়িয়ে আছে উন্নয়ন - এক সময় যে কবির কলমের আঁচড় ঝড় তুলেছিলো রাজ‍্যের রাজনীতির অন্দরে অবশেষে বৈশাখের তপ্ত রোদে থামলেন তিনি । বাংলা সাহিত‍্যে ইন্দ্রপতন ! চলে গেলেন কবি শঙ্খ ঘোষ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর । দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কবি । তাঁর উল্টোডাঙ্গার আবাসনেই সমস্ত রকমের চিকিৎসার ব‍্যবস্থা করা হয়েছিলো । বার্ধক‍্যজনিত সমস‍্যার পাশাপাশি করোনার প্রভাব থামিয়ে দিল কবির পথ চলা । কবি শঙ্খ ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সাহিত‍্য জগৎ । শোক জ্ঞাপন করেছেন সাহিত‍্যের সর্বস্তরের মানুষজন । 

     " খুব যদি বাড় বেড়ে ওঠে / দাও ছেঁটে দাও সব মাথা / কিছুতে কোরো না সীমাছাড়া / থেকে যাবে ঠিক ঠান্ডা , চুপ / ঘরের ও দিব‍্যি শোভা হবে / লোকেও বলবে রাধাচূড়া " 

" মুখের কথা একলা হয়ে / রইলো পড়ে গলির কোণে / ক্লান্ত  আমার মুখোশ শুধু / ঝুুুলতে থাকে বিজ্ঞাপণে "

 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।